৬ দফা দাবিতে রাঙামাটি জেলা পরিষদ শাটডাউন কোটাবিরোধী জোটের

কোটা বৈষম্য, প্রশ্নপত্র জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশে জালিয়াতি এবং নিয়োগ বানিজ্য বন্ধ ও নভেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণের দাবিতে জেলা পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকবৃন্দ।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জেলা পরিষদের মুল ফটকের গেইট অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, অবস্থান করছি, শাট ডাউন পালন করছি। যেন অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং দাবিগুলো মেনে নিয়ে নভেম্বর মাসের মধ্যে নিয়োগ দেওয়া হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান।
আন্দোলনকারীরা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে তারা ৬ দফা দাবি তুলেছেন। ৭% কোটা এবং ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগ, জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন, পরীক্ষা শেষে প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা বাধ্যতামূলকভাবে প্রকাশ সহ নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা আলাদাভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা এবং প্রশ্নপত্র প্রস্তুত শেষে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পূর্বমুহূর্তে ট্রেজারি থেকে আনতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















