৬ বলে ৪০ রান, শেষ ওভারে ঘটলো এই অবিশ্বাস্য ঘটনা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/1502780152.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এটি ছিল ম্যাচের শেষ ওভার। কিন্তু জয়ের জন্য দরকার দরকার ছিল ৩৫ রান। ম্যাচের এমন এক পরিস্থিতিতে জয় পাওয়া অনেকটাই অসম্ভব। কিন্তু সেই অসম্ভব কাজটাই করেছেন ৫৪ বছর বয়সি ব্যাটসম্যান স্টিভ ম্যাককম্ব।
ঠিক এক ওভারেই এনে দিলেন এক অবিশ্বাস্য জয়। অর্থাৎ, ইংলিশ ভিলেজ ক্রিকেটে তিনি শেষ ওভারে ৪০ রান তুলেছেন, দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য জয়।
কাল ইংল্যান্ডের চতুর্থ বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ডরচেস্টার ও সুইনব্রুক। ২৪১ রান তাড়ায় শেষ ওভারে ডরচেস্টারের প্রয়োজন ছিল ৩৫ রান। সুইনব্রুকের বোলার প্রথম বলটা করেন নো, সেই বলে ছক্কা হাঁকান ম্যাককম্ব। পরের বলেও ছক্কা। ৫ বলে চাই ২২।
পরেরটা ডট বল। ৪ বলে চাই ২২। পরের বলে ম্যাককম্ব মারেন চার। পরেরটা নো বল, এই বলেও চার মারেন ম্যাককম্ব। তখন ৩ বলে দরকার ১৩। পরের দুই বলে ম্যাককম্ব হাঁকান টানা দুই ছক্কা, স্কোর লেভেল। শেষ বলে সিঙ্গেল ঠেকাতে সুইনব্রুকের ফিল্ডাররা এগিয়ে এসেছিলেন। তবে ম্যাককম্ব ছক্কার হ্যাটট্রিক করে ডরচেস্টাকে এনে দেন অসাধারণ এক জয়।
দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জেতানো ম্যাককম্ব বিবিসিকে বলেছেন, ‘ম্যাচের শেষটা অসাধারণ ছিল। এই লিগে ২৪০ (২৪১) তাড়া করাটা অনেক কঠিন কাজ এবং আমরা কখনোই রান রেটে এগিয়ে ছিলাম না। শেষ ওভারে আমাদের হারানোর কিছু ছিল না, বাউন্ডারিও খুব বড় ছিল না। সুতরাং আমি জানতাম একটা সুযোগ ছিল। ’
ঐ ম্যাচের শেষ ওভারটা ছিল ঠিক এরকম-
নো বল, ছক্কা
ছক্কা
ডট
চার
নো বল, চার
ছক্কা
ছক্কা
ছক্কা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন