যশোরের বেনাপোল সীমান্তে ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ ফেব্রুয়ারী) ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রাম থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

তথ্য নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি গ্রামের সজলের মোড় নামক স্থান দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় সেখানে। অভিযানের সময় সন্দেহভাজন দু’মোটরসাইকেল আরোহীকে গতি রোধ করতে বলা হয়। এ সময় তারা মোটরসাইকেল না থামিয়ে চেষ্টা করে পালানোর।

বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীকে লাঠি দিয়ে আঘাত করলে তার কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায় এবং তারা পালিয়ে যায়। পরে সে ব্যাগটির মধ্যে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার টাকা।