৬ বছরেও শেষ হয়নি নোবিপ্রবির আইআইটি ইনস্টিটিউটের ৪ বছরের অনার্স
সেশনজটের কবলে পড়ে প্রায় ৬ বছরেও অনার্স শেষ করতে পারেননি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)আইআইটি (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) এর অধীনে পরিচালিত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। গতবছরের (২০২৪)জুন মাসে শিক্ষার্থীরা স্নাতকের সর্বশেষ পরীক্ষা শেষ করলেও নানা জটিলতায় প্রকাশ হয়নি ফলাফল।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্সের ক্লাস ২০১৮ সালের ৩ ডিসেম্বর শুরু হলেও এখনো অনার্স শেষ করতে পারেনি শিক্ষার্থীরা। তাঁরা এখনো চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছেন। উল্লেখ্য ৮ম সেমিষ্টার ১৪ জানুয়ারি ২০২৪ সালে শুরু হয়ে ৯ জুন ২০২৪ সালে শেষ হয় কিন্তু নানা কারণে ডিফেন্স এর তারিখ পিছিয়ে অক্টোবর এর ৩ তারিখ অনুষ্ঠিত হলেও এখনো রেজাল্ট পায় নি শিক্ষার্থীরা৷ গত ২মাস যাবত বার বার আস্বস্ত করা হলেও এখনো দেওয়া হয় নি রেজাল্ট।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের শিক্ষকরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতি প্রয়োজনীয় মনোযোগ না দিয়ে পিজিডিআইটি (PGDIT) এবং এজ (EDGE) প্রোগ্রামকে অধিক গুরুত্ব দিচ্ছেন। এর ফলে শিক্ষার্থীদের ৪ বছরের কোর্স ৬ বছরের বেশি সময়েও শেষ হয়নি। বর্তমানে আমরা ২০২৫ সালে আছি, তবুও এই সেশনের শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ হয়নি। ৩য় বর্ষ শেষ হয়েছিল ২০২৩ সালের মার্চ মাসে। প্রায় ২বছর অতিক্রম হলেও এখনো রেজাল্টের দেখা মিলে নি।
একজন শিক্ষার্থী বলেন-সময়মতো কোর্স শেষ না হওয়ায় আমাদের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।ফলাফল প্রকাশে এই অবহেলার কারণে আমরা বিসিএসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়েছি। প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছিনা। এখন আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।আমরা ফ্যামিলি প্রেসার এবং মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করছি।
শিক্ষার্থীরা দ্রুত ফলাফল প্রকাশ এবং বিভাগীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এছাড়াও আইআইটির এই অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ যে হুমকির মুখে পড়েছে, তা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
আইআইটির পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন -শিক্ষকরা সব সময় শিক্ষার্থীদের স্বার্থের সাথে জড়িত সব বিষয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষা অক্টোবরে শেষ হয়েছে, এখনো ৩ মাস পার হয়নি। আমরা জানুয়ারির ১৫ তারিখের মধ্যে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে পারবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন