৭ বছরের ছেলেকে বেচে দিলেন মা
পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মা। মা-ই সন্তানের সবচেয়ে আপনজন। তবে যে মা দশ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে সন্তানকে আলোর মুখ দেখান, সেই মা যখন নিজের সন্তানকে বেচে দেন অন্যের কাছে, তখন ওই মাকে কী বলে আখ্যায়িত করা যায়।
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের এক মায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। তিনি তার সাত বছরের এক সন্তানকে দুই ব্যক্তির কাছে বিক্রি করে দেন। কর্তৃপক্ষের দাবি, দুই ও তিন বছরের দুই মেয়েকেও বিক্রির চেষ্টা করছিলেন ওই নারী।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগ (ডিপিএস) বলছে, সন্তান বিক্রির অভিযোগে এসমেরেল্ডা গার্জা (২৯) নামের এক নারীকে শুক্রবার আটক করা হয়েছে। তিনি টেক্সাসের কর্পাস ক্রিসটি এলাকার বাসিন্দা। বর্তমানে নুয়েসেস কাউন্টি কারাগারে আটক রয়েছেন তিনি।
বিভাগটি আরও জানায়, কর্পাস ক্রিসটি এলাকায় মাদক তল্লাশি কার্যক্রম চলাকালে ছেলেটিকে খুঁজে পান। স্থানীয় টিভি চ্যানেল ক্রিস টিভি জানিয়েছে, ওই ছেলেকে দুই ব্যক্তির কাছে বিক্রি করে দেয়া হয়। বর্তমানে ওই নারীর বিরুদ্ধে তদন্ত চলছে।
সূত্র: ডেইলি মেইল
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন