৭ মার্চের ভাষণ ছিল নিরস্ত্র জাতির সশস্ত্র যুদ্ধের অনুপ্রেরণা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ৭ মার্চের ভাষণ ছিল নিরস্ত্র জাতির সশস্ত্র যুদ্ধের অনুপ্রেরণা। যে ভাষণের আবেগে যুদ্ধে নেমেছিল জাতি,ভাবেনি তাদের অস্ত্র নেই।অনুপ্রেরণা ছিল ৭ মার্চের ভাষণ।

মন্ত্রী বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারী গিরিজা শংকর স্কুল ও কলেজ মাঠে লোকসংস্কৃতি চর্চা বিষয়ক প্রতিষ্ঠান ‘মায়ের তরী’ আয়োজিত লোক সংগীত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশের লোকসংগীত অনেক সমৃদ্ধ, আমাদের বাউল সংগীত, ভাটিয়ালি গান, ভাওয়াইয়ার মত সমৃদ্ধ সংগীতের ভান্ডার আছে।

অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন হায়দার মানিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক টিএম মমিন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।