৭ মার্চের ভাষণ জাতীর অনুপ্রেরনার উৎস : মিজানুর রহমান মিজু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/03/002-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জাতীয় স্বাধীনতা পার্টি-জেএসপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই অগ্নিঝরা তেজোদ্দীপ্ত ভাষণ সমগ্র জাতির অনুপ্রেরনার উৎস। মুক্তিকামী জনগণকে স্বাধীনতার ডাক দেওয়া বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বজ্রগর্ভ কণ্ঠধ্বনি- ‘‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” জাতিকে আন্দোলিত করে।
সোমবার (৭ মার্চ) ”ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে” ধানমন্ডীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পাঁচ দশক পরেও বঙ্গবন্ধুর সেই ভাষণ জাতিকে স্বাধীনতা রক্ষায় অনুপ্রেরনা যোগায়। একটি চরম সংকটময় মুহূর্তে লক্ষ জনতার সামনে ভারসাম্য রক্ষা করে একটি ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু জাতিকে মুক্তির যে দিকনির্দেশনা দিয়েছিলেন তা সত্যিই অতুলনীয়।
তিনি আরো বলেন, ঐতিহাসিক সেই ভাষণ কোনো সরকার, ব্যক্তি কিংবা দলের নয়। বরং এটি সর্বজনীন বাঙালি জাতিসত্তার ভাষণ। এই ভাষণ তো কবির লেখা এক বিপ্লবী কবিতা, সুরকারের সুর করা এক অগ্নিঝরা গান আর বাঁশিওয়ালার বিদ্রোহী সুরের বাজনা। তরুণ প্রজন্মের অনুপ্রেরণার বাতিঘর বিশ্ব প্রামাণ্য এ দলিল স্বাধীনতার ৫০ বছরেও পুরাতন হয়নি আর কোনোদিন হবেও না।
এসময় আরো উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিন সভাপতি মো. দেলোয়ার হোসেন, উত্তর সভাপতি মমিনুল ইসলাম, ছাত্র নেতা সবুজ, যুব নেতা সুমন প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন