৮ বছরে বিনামূল্যে ২৬১ কোটি বই বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/12/book-20171230110646.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বর্তমান সরকারের আমলে গত আট বছরে শিক্ষার্থীদের কাছে ২৬০ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ২৯০টি বই বিনামূল্যে পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়। সারা পৃথিবীতে এমন সাফল্য বিরল।
শনিবার সকালে গণভবনে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান। কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার বই ও শিক্ষার্থী দুটোর সংখ্যাই বেড়েছে। এবার বইয়ের সংখ্যা ৭১ লাখ ৯৩ লাখ ৩৬৯টি ও শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭০ হাজার ৯৬৬ জন বেড়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন