৮ বছর পর বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ
২০১০ সালের পর বাংলাদেশের মাটি বসতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজের মধ্য দিয়েই নতুন ক্রিকেট মৌসুম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
তিন জাতির সিরিজে অংশ নিতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১২ জানুয়ারি আসার কথা রয়েছে শ্রীলঙ্কার।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে ১৫ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই সিরিজের ফাইনাল হবে ২৭ জানুয়ারি।
দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপরই শুরু হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। ২১ জানুয়ারী লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে।
সিরিজের শেষ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি ৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে, একই ভেন্যুতে ১৫ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি সিলেটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন