৯টি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ শার্শার পুটখালী গ্রামের মেম্বর গ্রেফতার
যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের মেম্বর হাবিবুর রহমানের বাড়ী থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসময় বিপুল পরিমান অস্ত্র রাখার দায়ে তাকে গ্রেফতার করা হয়। সে একজন অস্ত্র ব্যাবসায়ী বলে জানান উদ্ধারকারী দল।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পুটখালী গ্রামে তার নিজ বাড়ী থেকে অস্ত্র উদ্ধারের পর তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটক হাবিবুর রহমান পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে। সে পুটখালী ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বর।
যশোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ( Rab-6) এর (এক্স) বিএন লে. কোম্পানি কমান্ডার এম সরোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের ইউপি সদস্য হাবিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমান অস্ত্র মজুদ রাখার খবর জানতে পেরে শুক্রবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হাবিবুর রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
আটক হাবিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন