৯৬% ভোট পেয়ে সংসদে ক্রিকেটার মাশরাফি

নড়াইল-২ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৪ গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি৷

নড়াইল-২ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা৷

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৪ গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি৷

শতাংশের হিসেবে মাশরাফি পেয়েছেন প্রদত্ত ভোটের প্রায় শতকরা ৯৬ ভাগ ভোট৷

নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজারের বেশি ভোট পড়েছে৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, প্রদত্ত ভোটের মধ্যে নৌকা প্রতীকে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট৷

এই আসনে বিএনপির কোনো প্রার্থী নেই৷ এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লড়েছেন ধানের শীষ নিয়ে, পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট৷

জেলা রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এই ফল ঘোষণা করেন৷