৯ দিন পর গুহা থেকে উদ্ধার করা হল কোচসহ ক্ষুদে ফুটবল টিমকে
থাইল্যান্ডে গুহার মধ্যে নয়দিন ধরে নিখোঁজ থাকা ১২ জন বালক ও তাদের ফুটবল কোচকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক প্রশাসক। বিবিসির সংবাদ।
চিয়াং রাই অঞ্চলের গভর্নর নারোংসাক ওসোত্তানাকোর্ন নিশ্চিত করেন যে, বড় ধরণের এক অভিযান পরিচালনার মাধ্যমে থাম লুয়াং গুহা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
তিনি বলেন, নৌবাহিনীর বিশেষ বাহিনী গুহার মধ্যে শনাক্ত করে এ ক্ষুদে ফুটবলারদের।
উদ্ধারকারীরা আগেই ধারণা করেছিলেন যে, গুহার ভূগর্ভস্থ অংশে মাটির স্তূপের নিচে তাদেরকে পাওয়া যেতে পারে।
উদ্ধারকারীদের এ সফল অভিযানে উচ্ছ্বাস প্রকাশ করেছে এতদিন উৎকুন্ঠিত থাকা থাইল্যান্ডবাসী।
উদ্ধারকৃত বালকদের বয়স ১১ থেকে ১৬ বছর। গত ২৩ জুন কোচসহ তারা গুহার ভেতরে ঘুরে দেখতে তাতে প্রবেশ করেছিল। উদ্ধারকৃত সবাই-ই স্থানীয় উইল্ড বোর ফুটবল টিমের সদস্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন