৯ বছর পর শিবগঞ্জে বহুল আলোচিত আওয়ামীলীগের সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি। এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতোপূর্বে তিন বার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও করোনা মহামারির কারণে তা বার বার পিছিয়েছে।

শিবগঞ্জ উপজেলা আওয়ামিলীগ সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১২ সালের ডিসেম্বর মাসে শিবগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। এবারের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি জামান নিকেতা।

৪র্থ বারে এসে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা মুক্তিযোদ্ধা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৪৮৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নতুন নেতা নির্বাচন করবেন।

সম্মেলন বিষয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, দীর্ঘ নয় বছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসবের ইমেজ বিরাজ করছে।

বর্তমান সভাপতি আজিজুল হক বলেন, আমার বিশ্বাস এবারের সম্মেলনে দলের ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হবে। কোন অনুপ্রবেশকারীদেরকে নির্বাচিত না করার জন্যও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গতঃ এবারের নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি আজিজুল হক এর বিপরীতে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটি সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ মীর্জারুল আলম শাহাজাদা চৌধুরী ও আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন।

সাধারণ সম্পাদক পদে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের বিপরীতে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

২০১২ সালের পর এবারের নির্বাচনকে অনেকে অস্তিত্বের লড়াই হিসাবে দেখা দিয়েছেন। শেষ সময়ে এসে নির্বাচন বন্ধ হওয়া নিয়েও আছে সংশয়।