ফখরুলের চেয়ে যোগ্য কে আছে বিএনপিতে, প্রশ্ন কাদেরের
বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের যথাযথ বিকল্প প্রার্থী দলটি পাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি মহাসচিবের জায়গায় অন্য প্রার্থী যোগ্য হবে কিনা জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেছেন, ‘সেখানে তার চেয়েও যোগ্য ব্যক্তি কি আসবেন? ফখরুল ইসলামের চেয়েও কি শক্তিশালী কোনো বার্তা নতুন ব্যক্তিটি সংসদে দিতে পারবেন- এমন কেউ আসছেন? সেটাতো আমার মনে হয় না।’
সোমবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভার-ভারত্বের দিক থেকে আমার মনে হয় মির্জা ফখরুল পারপাসটা ভালোভাবে সার্ভ করতে পারতেন। শক্তিশালী বিরোধী দলের শক্তিশালী বার্তা তিনি দিতে পারতেন।’
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ৬টি আসনে জয়ী হয়। এরমধ্যে পাঁচজন সংসদ সদস্য নানান জল্পনা-কল্পনার পর শপথ নেন। কিন্তু বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হওয়া দলের মহাসচিব মির্জা ফখরুল শপথ নেননি। ফলে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।
সংখ্যায় কম হলেও বিএনপির সংসদে যোগ দেয়াকে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম, বিএনপির যেসব সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, স্থানীয় জনগণ যাদের ভোট দিয়েছেন, দিন যতই যাবে জনগণের পক্ষ থেকে একটা চাপ অনুভব করবেন তারা। এই চাপটা বৃদ্ধি পাবে এবং শেষ পর্যন্ত তারা সংসদে যাবেন। যেতে হবে তাদের।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচিতরা সংসদে যোগ দিয়েছেন। এই অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, সংসদে যোগদান তাদের বিরোধী দল হিসেবে বিএনপির পারপাস সার্ভ করার জন্য। যোগদান ইফেক্টিভ, সবচেয়ে মিনিংফুল বক্তব্য রেখে বার্তাটা দেশে-বিদেশে সর্বস্তরে পৌঁছে দেয়ার জন্য মির্জা ফখরুলের যোগদানটা একেবারেই আবশ্যক ছিল।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনে উপনির্বাচনে আগামী ২৪ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন