দিনাজপুরে এনজিও প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা
দিনাজপুরে ‘কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফেডারেশন অফ এনজিও (এফ এন বি)এর আয়োজনে জেলা প্রশাসন ও ব্র্যাকের সহযোগিতায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শরিফুল ইসলাম, আরটিআই এর মুখপাত্র শিক্ষানবিশ আইনজীবী রাবেয়া খাতুন রানুসহ জেলার বিভিন্ন এনজিও ফোরামের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন