সাতক্ষীরায় ভারত সীমান্তে উদ্ধারকৃত আরবীয় রেসের ঘোড়া আনসারকে হস্তান্তর বিজিবির
ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত থেকে উদ্ধারকৃত একটি আরবীয় রেসের ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।
বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নে বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহা পরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বি’র কাছে এ ঘোড়া হস্তান্তর করেন।
এ সময় বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আল মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশীদ মাংবাদিকদের বলেন, ভারতে পাচারকালে গত ১৫ আগষ্ট ভোরে সাতক্ষীরা সিমান্তের বাঁশদাহ নামকস্থান থেকে থ্রুব্রেড জাতের আরিয়ান ওই ঘোড়াটি আটক করা হয়। অন্যান্য সাধারণ ঘোড়ার মত তাজা ঘাস, মানসম্মত খড়, ফল ও সবজি খেয়ে থাকে।
এ জাতের ঘোড়ার ক্ষেত্র বিশেষ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে। ঘোড়া দৌড়ের জন্য এ জাতের ঘোড়া সারা বিশ্বে চাহিদা রয়েছে। এর দাম ক্ষেত্র বিশেষে ২ থেকে ৩ কোটি টাকা হতে পারে। দেশের সুরক্ষার কাজে এ ঘোড়া ব্যবহার করা হবে বলে জানান বিজিবি কমান্ডার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন