পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল বন্ধকের ঘটনায় পিটিয়ে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোবাইল ফোন বন্ধক রাখা নিয়ে মারামারির ঘটনায় ওয়াহাব সরদারের (৬৫) বাম হাত ভেঙে গেছে। মঠবাড়িয়া হাসপাতাল থেকে তাকে বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে। অস্বচ্ছলতার কারনে বরিশাল নিতে না পেরে বাড়ি নিয়ে কবিরাজি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আহত আব্দুল ওয়াহাব সরদার ধানিসাফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পাতাকাটা গ্রামের মৃত জব্বার সরদারের পুত্র।
ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে মোবাইল ফোন বন্ধক রাখার টাকা ফেরত চাওয়ার ঘটনা নিয় স্থানীয় মনিরের সাথে শাহিনের ঝগড়া হয়।
এ সময় করিম আকন বাজারের কতিপয় গন্যমান্য ব্যক্তি ঝগড়াঝাটি থামিয়ে দেয়।এরপর ওই এলাকার প্রভাবশালী রফিকুল ইসলাম (৪০) লোকজন নিয়ে বাজারে আসে এবং শাহিনকে মোবাইল ফেরত নিয়ে টাকা দিতে বলে।শাহিন তাদের ভয়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে।এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল ও তার লোকজন শাহিনের বাবা ওয়াহাব সরদারের ওপর হামলা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন