শেরপুর সরকারি কলেজ হোস্টেলে ৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শেরপুর সরকারি কলেজ হোস্টেলে ২০১৮-২০১৯ সেশনে অনার্স চতুর্থ বর্ষের (ব্যাচ-৪, লিজেন্ড অফ হোস্টেল) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই মে) রাতে হোস্টেলের সেমিনার কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হোস্টেল সুপার প্রভাষক আবুল বাশারের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক সবুজ আলম স্বাধীন, দাওয়াতে তাবলীগ জামাতের আমির আল মুকাদ্দিস, কলেজ মসজিদের ইমাম হাফেজ আব্দুল গফুর।
গনিত বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত নুরনবী সরকারে সঞ্চালনায় বক্তব্য রাখেন, হোস্টেলের সিনিয়র শিক্ষার্থী নোমান কাজী, আব্দুল লতিফ, জাহিদ আলভী, মাসুদ হাসান হৃদয়। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সুমন শেখ রিফাতুল বারী, শোয়েব।
অনুষ্ঠান শেষে হোস্টেলে অবস্থানরত ২৭ জন বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করেন অনার্স ৩য় বর্ষের আয়োজক শিক্ষার্থীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন