মঠবাড়িয়ায় বয়স জালিয়াতি করে চাকরি করেন মাকছেদুল ইসলাম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারী (নিরাপত্তা প্রহরী) মাকছেদুল ইসলাম ভুয়া এনআইডি ও অষ্টম শ্রেনীর ভুয়া সনদ বানিয়ে চাকরিতে নিয়োগ ও যোগদান করে ২ বছর ধরে নিয়মিত বেতন উত্তোলন করে আসছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তা প্রহরী মাকছেদুল বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মো সিদ্দিক হাওলাদারের ছেলে।
জানা গেছে, মাকছেদুল ইসলাম বয়স ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য প্রদান করে চাকরিতে যোগদান করেছেন।চাকরিতে প্রবেশের জন্য এক সময়ে মিশর প্রবাসী এই যুবক বয়স কম দেখানোর জন্য জন্ম তারিখ ও শিক্ষাগত সনদে কারচুপি করেছেন।মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় সাপলেজা ইউনিয়নের সাবেক ৩ নং ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত শাহিদুল ইসলাম ও মাকছেদুল ইসলাম পরষ্পর জমজ ভাই। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন তারা।১০১ নং মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ে তাদের সঠিক জন্ম তারিখ সহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত আছে।এতদস্বত্তেও মাকসুদুল প্রতারনার আশ্রয় নিয়ে সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনী পাশের একটি ভুয়া শিক্ষাগত সনদ সংগ্রহ করেছেন। মাকসুদুলের পূর্বের জন্ম তারিখ ১৯৮৭ সালের ২০ অক্টোবর। যার আইডি নং-৭৯০৬৪৯৪০২৯৮১।নিয়োগের সময় জন্ম তারিখ ১৯৯৪ সালের ১ জানুয়ারি। যার আইডি নং-৭৯০৬৪৯০০০৪৮৯।
এ ব্যাপারে বুখইতলা বান্ধবপাড়া সমন্বিত (বিবিএস) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, বিষয়টি আমার জানা ছিল না।আপনাদের মাধ্যমে অবগত হলাম।
একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম জানান,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাইয়ুম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন