এবিএম কাইয়ুম রাজের কবিতা- ‘তোমাকে পেতে চাই’

তোমাকে পেতে চাই

এবিএম কাইয়ুম রাজ

তোমাকে পেতে চাই ভোরের শিশিরে,
সূর্য ওঠার রঙিন আঁচলে,
তোমার ছোঁয়া যেন বাতাসের সুর,
যা ছড়িয়ে পড়ে আমার চারপাশে।

তোমাকে খুঁজি নদীর কলতানে,
পাহাড়ের গায়ে মেঘের ছোঁয়ায়,
তুমি যেন আকাশের নীলিমা,
যার মাঝে হারিয়ে যেতে চাই।

তোমাকে চাই হৃদয়ের গভীরে,
শব্দহীন এক ভালোবাসায়,
যেখানে কথা নয়, অনুভূতিই যথেষ্ট,
যেখানে তুমি আছো নিঃশব্দে পাশে।

তোমাকে চাই সন্ধ্যার আকাশে,
ডুবতে থাকা সূর্যের কিরণে,
তুমি যদি থাকো হাতের ছোঁয়ায়,
তবে আঁধারেও জ্বলে রইবে আলো।

তোমাকে চাই বৃষ্টির ফোঁটায়,
যার প্রতিটি বিন্দু বলে ভালোবাসি,
তোমার হাসিতে গলে যায় অভিমান,
তোমার সান্নিধ্যে পাই শান্তি অবিরাম।

তুমি যদি হও আমার গানের সুর,
আমি হবো বেহালার তার,
তোমার ছন্দে জীবন গড়তে চাই,
তোমার হৃদয়ে বাস করতে চাই।

এবিএম কাইয়ুম রাজ
শ্যামনগর, সাতক্ষীরা।
০১৭১৪-৮৬১৫৭৩