নেত্রকোনার মদনে চার পরীক্ষার্থী বহিষ্কার

নেত্রকোনার মদনে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। মঙ্গলবার আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রের বহিষ্কারের ঘটনা ঘটে।

বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হল, জনতা কারিগরি ও বাণিজ্য কলেজের হিমেল মিয়া, ওমর ফারুক, সুতিয়ারপাড় কারিগরি ও বাণিজ্য কলেজের পরীক্ষার্থী শাফায়েত ও মদন আদর্শ ও কারিগরি বাণিজ্য কলেজের এসএসসি সমমান পরীক্ষার্থী হৃদয় মিয়া।

স্মার্ট মোবাইল ফোন দেখে পরীক্ষা দেয়ায় অপরাধে তাদেরকে বহিস্কার আদেশ দেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান।
ইউএনও অলিদুজ্জামান বলেন, মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে এসএসসি ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রতি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।