কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন নাসির-আল আমিন-সানি
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন নাসির হোসেন, আল-আমিন হোসেন ও আরাফাত সানি। মঙ্গলবার কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত ১৬ সদস্যের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তালিকায় নতুন মুখ চারজন। তারা হলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বী।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
বর্তমানে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই রয়েছেন নাসির হোসেন। আল-আমিন হোসেনও নিয়মিত নন। আরাফাত সানিও রয়েছেন জাতীয় দলের বাইরে।
কিন্তু তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বী চারজনই বর্তমানে জাতীয় দলে নিয়মিত খেলছেন। প্রত্যেকেই সাড়া জাগানো পারফরম্যান্স করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন