কলারোয়ায় জাতীয় কৃষক সমিতির স্মারক লিপি প্রদান
কামরুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় কৃষক সমিতি উপজেলা শাখার পক্ষ থেকে ৭ দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক স্মারক লিপি প্রদান করেছে।
বুধবার সকলে উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মো. আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের হাতে তাঁর অফিস কক্ষে ওই স্মারক লিপি তুলে দেন। স্মাক লিপিতে উল্লেখিত দাবিগুলো হলো-
১। সরকারি ক্রয় নীতিমালা এবং সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকের নিকট থেকে সরাসরি ধান, চাউল, গম ক্রয় করতে হবে,
২। কৃষি পণ্য ক্রয়ের ক্ষেত্রে ফড়িয়া, টাউট মধ্যস্বত্বভোগী দালাল চক্রের দৌরাত্ব বন্ধ করতে হবে,
৩। বর্ষা মৌসুম শুরুর আগে দেয়াড়া, যুগিখালি ইউনিয়নের কপোতাক্ষ তীনবর্তী ঝুঁকিপূর্ণ বাঁধ সমূহ প্রয়োজনীয় সংস্কার করতে হবে,
৪। বেতনা(বেত্রবতী) নদী খননসহ তীরবর্তী অবৈধ স্থাপনা ও দখলদারিত্ব উচ্ছেদ করতে হবে,
৫। সরকার প্রদেয় বীজ, সার, কীটনাশকসহ সরঞআজামাদি প্রকৃত কৃষকের হাতে ভর্তূকী মূল্যে/বিনামূল্যে প্রদানের সুষ্ঠু ব্যবস্থা করতে হবে,
৬। আম, লিচু, কাঁঠালসহ অন্যান্য ফল ও তরকারি ক্রয়-বিক্রয়ের জন্য স্থানীয় কৃষি বাজার সৃষ্টি করতে হবে এবং কলারোয়া-সরসকাটি, কলারোয়া-জয়নগর রাস্তাসহ জরুরী জনগুরুত্বপূর্ণ রাস্তাসমূহ দ্রুত সংস্কার করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন