বুলুকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজধানীর রামপুরা থানার একটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এ নির্দেশ দেন।
এর আগে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা মহানগর হাকিমের আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবার মাধ্যমে ৩১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বুলু।
বুলুর আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, রাজধানীর বিভিন্ন থানার ৩১টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বুলু।
উল্লেখ্য, ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে এসব মামলা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন