বাংলাদেশের সমর্থনে মাঠে ‘মিস আয়ারল্যান্ড’ প্রিয়তি
ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ মাঠে বসে দেখবেন মিস আয়ারল্যান্ড খ্যাত বাংলাদেশি তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় খেলা দেখা হয়নি তার। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই কথা রেখেছেন। বাংলাদেশের জার্সি পরে মাশরাফি-সাকিবদের সমর্থন দিতে মাঠে বসে খেলা দেখছেন বর্তমানে আয়ারল্যান্ডেই স্থায়ীভাবে বসবাস করা প্রিয়তি।
নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে প্রিয়তি বলেন, আমার জার্সি দেখেই বোঝা যাচ্ছে আমি বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য মাঠে এসেছি এবং তাদের দাওয়াতেই মাঠে এসেছি। সো আমি বাংলাদেশ দলকেই সাপোর্ট করবো সব সময়। আমার আয়ারল্যান্ড দলের প্রতিও শুভ কামনা আছে। তবে আজ আমি বাংলাদেশকেই সাপোর্ট করছি।
উল্লেখ্য, এর আগে ৭০০ প্রতিযোগীকে হারিয়ে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশের মেয়ে মাকসুদা প্রিয়তি। একই সঙ্গে তিনি পান ‘সুপার মডেল’ ও ‘মিজ ফটোজেনিক’ খেতাব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন