ঢাবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষকরা। সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। টানা ভোটগ্রহণ চলবে দুপুর ১টা পর্যন্ত।
নির্বাচনে দুই পক্ষের মোট ৬৯ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দল ৩৪ সদস্যের প্যানেল নিয়ে এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল ৩৫ জনের পূর্ণ প্যানেলে নির্বাচন করছেন।
নীল দলের প্রার্থীরা হলেন-
নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীন, অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক এস এম আব্দুর রহমান, কাজল কৃষ্ণ ব্যানার্জী, কাজী হানিয়াম মারিয়া, চন্দ্রনাথ পোদ্দার, জান্নাতুল ফেরদৌস, পাপিয়া হক, লাফিফা জামাল, তৌহিদা রশীদ, দেলোয়ার হোসাইন, বায়তুল্লাহ কাদেরী, মুবিনা খন্দকার, মো. আফতাব আলী শেখ।
মো আফতাব উদ্দিন, মো. আব্দুল আজিজ, মো. আব্দুস ছামাদ, মো. জিয়াউর রহমান, মো. ফজলুর রহমান, মো. মজিবুর রহমান, মোহাম্মাদ আলী আক্কাস, শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাবিতা রিজওয়ানা রহমান, সুপ্রিয়া সাহা, সুব্রত কুমার আদিত্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রহমত উল্লাহ, হাসিবুর রশীদ, সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম, সহকারী অধ্যাপক নুসরাত জাহান ও সায়মা খানম।
সাদা দলের প্রার্থীরা হলেন
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. আখতার হোসেন খান, মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছনী, মোহাম্মদ এমরান কাইয়ুম, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মো. আবদুল করিম, মো. আশরাফুল ইসলাম চৌধুরী, আব্দুস সালাম, এ টি এম জাফরুল আযম, এ এফ এম মোস্তাফিজুর রহমান, এ বি এম ওবায়দুল ইসলাম, এ বি এম শহিদুল ইসলাম, এস এম আরিফ মাহমুদ, গোলাম রব্বানী, দিলীপ কুমার বড়ুয়া, নকীব মোহাম্মদ নসরুল্লাহ, মামুন আহমেদ।
মো. নুরুল আমিন, মো. নুরুল ইসলাম, মো. মাহব্বত আলী, মো. মাহফুজুল হক, মো. মোশারফ হোসাইন ভূঁইয়া, মো. মোর্শেদ হাসান খান, মো. লুৎফর রহমান, মো. শাহ এমরান, মো. হাসানুজ্জামান, মো. হুমায়ুন কবীর, লায়লা নূর ইসলাম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ দাউদ খাঁন, মোহাম্মদ মামুন চৌধুরী, মো. আব্দুস সালাম আকান্দ, মো. ইসরাফিল প্রাং, মো. মহিউদ্দিন ও মো. সিরাজুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ শেষে আজ সোমবার বিকেল ৫টায় ফল ঘোষণা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন