মাদারীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ভদ্রখোলা গ্রামে সোমবার রাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ও রুমান নামের দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র থেকে জান যায়, সোমবার রাতে পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদারীপুর সদর উপজেলার ভদ্রখোলা গ্রামের দুই মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ও রুমানকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেছে মাদারীপুরের সদরের পুলিশ। তাদের দুইজনের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য মাদক ব্যবসায়ী শহিদুল ওই এলাকার একটি বসতঘরে আগুন দেয়ার ঘটনার একজন এজাহারভুক্ত আসামি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন