ঢাকা-আরিচা সড়কে জাবি শিক্ষার্থীরা, ছাত্রলীগের সঙ্গে ধস্তাধস্তি
সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীর লাশ ক্যাম্পাসে এনে জানাজা না করার প্রতিবাদে ক্যাম্পাসের ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
শনিবার দুপুর পৌনে ১২টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। সাধারণ শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনাগ্রহের কারণেই ক্যাম্পাসে জানাজা হয়নি।
এদিকে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে এসে বিক্ষোভরত সাধারণ শিক্ষার্থীদের সরে যেতে আহ্বান জানায় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলসহ নেতাকর্মীরা। তবে সাধারণ শিক্ষার্থীরা সরে যেতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকজনের গায়েও হাত তুলেছে।
তবে নিজেদের অবস্থানে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ৩০০-৪০০ শিক্ষার্থী। তাদের স্লোগানে মুখর হয়ে আছে গোটা এলাকা।
এদিকে ক্যাম্পাসের ফটকের সামনে বিক্ষোভ চলায় ঢাকা-আরিচা মহাসড়কের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। উভয়পথেই আটকা পড়েছে বহু যানবাহন। দুপুর সাড়ে ১২টার দিকে অনেক চালককে যানবাহন ঘুরিয়ে নিয়ে যেতে দেখা যায়। তবে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।
ঘটনাস্থলে স্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদের এনটিভি অনলাইনকে জানান, বিষয়টি নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন। আলোচনা সাপেক্ষেই পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে। দুপুর পৌনে ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা বলছেন, নিহত শিক্ষার্থীদের পরিবারের অনিচ্ছার কারণেই লাশ ক্যাম্পাসে নেওয়া হয়নি।
গতকাল শুক্রবার ভোরে সাভার থেকে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটায় নিহত হন ওই দুই শিক্ষার্থী। ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করতে গেলে তাদের বোঝানোর জন্য বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটে (প্রান্তিক) যান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। এ সময় তাঁরা ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষকরা বলেন, নিহত শিক্ষার্থীদের পরিবারের অনাগ্রহের কারণে ক্যাম্পাসে জানাজা হয়নি। তবে এ কথার তাৎক্ষণিক প্রতিবাদ করেন উপস্থিত শিক্ষার্থীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন