ইফতারে ভেজাল : ফখরুদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী তেল দিয়ে ইফতার আইটেম তৈরি করায় খাবার বিপণন প্রতিষ্ঠান ফখরুদ্দিন রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের রমনা থানা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ফখরুদ্দিন রেস্টুরেন্টে ব্যবহার অনুপযোগী তেল পাওয়ায় এ জরিমানা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
তিনি জাগো নিউজকে বলেন, ফখরুদ্দিনে গিয়ে দেখা যায় তারা পুরনো তেল ও ব্যবহার অনুপযোগী পোড়া তেল ইফতার আইটেম তৈরিতে ব্যবহার করছেন, যা ভোক্তা অধিকার আইনে অপরাধ। এজন্য প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। পাশাপাশি খাবার তৈরিতে গুণগত মান রক্ষার জন্য প্রতিষ্ঠানটিকে সাবধান করে দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন