ঝড়ের মধ্যে টেকনাফে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক
কোস্টগার্ড কক্সবাজারের টেকনাফে এ যাবৎ কালের সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করেছে বলে জানিয়েছে। এ চালানে রয়েছে ১৩ লাখ ইয়াবা।
মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড় চলার সময় অভিযান চালিয়ে সাবরাং বাহারছড়া নয়াঘাট সংলগ্ন সৈকত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে ইয়াবার চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। এসময় তাদের থামাতে কোস্টগার্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. নুরুজ্জামান শেখ।
তিনি বলেন, মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান টেকনাফ সমুদ্র সৈকত দিয়ে প্রবেশ করবে- এমন খবর পেয়ে তিনি একটি দল নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এসময় ইয়াবা পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে চারটি বস্তা উদ্ধার করা হয়। ওইসব বস্তায় পাওয়া যায় ১৩ লাখ ইয়াবা।
এটি কোস্টগার্ডের উদ্ধার করা ইয়াবার সবচেয়ে বড় চালান বলে জানান তিনি।
লে. নুরুজ্জামান শেখ আরও জানান, উদ্ধারকৃত ইয়াবগুলোর মূল্য প্রায় প্রায় ৬৫ কোটি টাকা। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জমা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন