দৈত্যাকৃতির স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ভারতের

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দৈত্যাকৃতির একটি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৮মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-মার্ক ৩ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
এর আগে ইন্ডিয়ান স্পেস রিসার্স অর্গানাইজেশন, জিএসএলভি-মার্ক ৩ নামের ওই রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন করে। ভারতের এ রকেট উৎক্ষেপণকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করা হচ্ছে দেশটির গণমাধ্যমে।
দীর্ঘ ২৫ ঘণ্টারও বেশি পরীক্ষা-নিরীক্ষার পর রকেটটি উৎক্ষেপণের অনুমতি দেয় প্রকল্পের রিভিউ কমিটি ও উৎক্ষেপণ বোর্ডের বিশেষজ্ঞরা। ভারতের এযাবৎ উৎক্ষেপণ করা বৃহৎ রকেটের মধ্যে অন্যতম জিএসএলভি-মার্ক ৩।
দুই দশমিক ৩ টনের কোনো স্যাটেলাইট পাঠাতে হলে এর আগে ভারতকে অন্য দেশের সহায়তা চাইতে হতো। কিন্তু ৩ হাজার একশ ৩৬ কেজি ওজন বহন করতে সক্ষম এ স্যাটেলাইটটি ভারত নিজেই উৎক্ষেপণ করেছে। উৎক্ষেপণের ১৬ মিনিটের মাথায় স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছেছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন