‘সরকার এবং ধর্মবিরোধী অসংখ্য কনটেন্ট বন্ধ করা হয়েছে’

ডাক-টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছন, সরকার এবং ধর্মবিরোধী অসংখ্য কনটেন্ট আইআইজি-এর মাধ্যমে বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, ‘সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিটিআরসিতে (BD-CSIRT, Bangladesh Computer Security Incident Response Team) গঠন করা হয়, যার মাধ্যমে ইন্টারনেটভিত্তিক অপরাধ দমনে কাজ করা সম্ভব হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তদন্তের মাধ্যমে আসা অসংখ্য সরকারবিরোধী ও ধর্মবিরোধী কনটেন্ট আইয়াইজি এর মাধ্যমে বন্ধ করা হয়েছে।

এছাড়াও ফেসবুকের বিভিন্ন আপত্তিকর কনটেন্ট বন্ধে ফেসবুক কতৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে তা অপসারণের ব্যবস্থা করা হয়ে থাকে বলেও জানান তিনি।

তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই সাইবার নিরাপত্তার ঝুঁকি কিছুটা বেড়েছে বলেও জানান তারানা হালিম।

তারানা হালিম আরো বলেন, ‘বিষয়টি মোকাবেলায় প্রয়োজনীয় আইনগত, কারিগরি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। তবে বিভিন্ন কারিগরি ও সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসুচি চলমান আছে। জনসচেতনতা বৃদ্ধিতে বিটিআরসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান সেমিনার, ওয়ার্কশপ ও টকশো ইত্যাদির আয়োজন করে থাকে।’

এছাড়াও বিভিন্ন পাঠ্যক্রমে আইসিটি শিক্ষার অংশ হিসেবে সাইবার নিরাপত্তা বিষয়ে অধিক গুরুত্ব আরোপের
প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।