ফিলিস্তিনকে সহায়তা অব্যাহত রাখবে কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি নিশ্চয়তা দিয়ে বলেছেন, তার দেশ ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘আমরা হামাসকে নয়, ফিলিস্তিন জনগণকে সহায়তা করি, এটি অব্যাহত থাকবে।’ খবর আলজাজিরার। শনিবার রাশিয়া সফরে গিয়ে দেশটির ‘রাশিয়া টুডে’-কে দেয়া সাক্ষাৎকারে কাতার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে হামাস সন্ত্রাসী সংগঠন হলেও আরব দেশগুলো তাদের সংগ্রামকে বৈধ প্রতিরোধ আন্দোলন হিসেবে দেখে থাকে।
আবদুল রহমান এ সময় হামাসকে কাতারের সহযোগিতার অভিযোগ অস্বীকার করেন।
এ সময় তিনি জানান, তার দেশ ইরানের সঙ্গে ইতিবাচক সম্পর্কে বিশ্বাসী। এই সম্পর্ক অটুট থাকবে।
হামাস ফিলিস্তিনের একটি গ্রুপ, যারা ২০০৭ সাল থেকে গাজায় ক্ষমতাসীন। ছোট্ট এই ভূখণ্ডে এক দশক ধরে দখলদার ইহুদি ইসরাইলের অবরোধের মধ্যে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি মানবেতর জীবন যাপন করছেন।
এরই মধ্যে গত ৭ জুন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ‘কাতারকে অবশ্যই হামাস এবং মুসলিম ব্রাদাহুডকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে।’
এরপর সৌদি আরবের নেৃতত্বে প্রতিবেশী দেশগুলো কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন