এসি শুধু আরাম নয়, ডেকে আনছে ভয়ানক সমস্যা
আমাদের অনেকেরই এখন এসি ছাড়া চলে না। বাড়িতে এসি। বাইরে পা রাখলে অফিসেও এসি। শপিং মলে এসি। কোন জায়গা বাদ নেই। কিন্তু জানেন কি, এসির এই আরাম আমাদের অলক্ষ্যেই ডেকে আনছে শরীরের জন্য ভয়ানক সমস্যা।
অনেকক্ষণ এসিতে থাকলে আমাদের শরীরের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। দেহের প্রয়োজনীয় আর্দ্রতা টেনে নেয় এসির এই বাতাস। যে কারণে দিন দিন রুক্ষ-শুষ্ক হতে থাকে ত্বক। দীর্ঘক্ষণ এসিতে থাকার কুপ্রভাব পড়ে চোখেও। চোখ লাল হয়ে যাওয়া কিংবা চোখে ড্রাইনেসের মতো সমস্যায় পড়েন অনেকেই।
অনেকসময় এসি মেশিন থেকে বাতাস বের হবার ছিদ্রগুলি নিয়মিত ঠিকঠাক পরিষ্কার হয় না। এসি মেশিনে হাওয়া বের হবার মুখগুলিতে নোংরা জমে জন্ম নেয় বিভিন্ন ব্যাকটেরিয়া। এসির ঠাণ্ডা হাওয়ার সঙ্গে ব্যাকটেরিয়া মিলেমিশে শরীরে নানা বিপদ ডেকে আনে।
এছাড়া টানা এসিতে থাকলে অনেকেরই শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। শরীরে নানা ইনফেকশনেরও কারণ হতে পারে এসির জীবাণু মিশ্রিত হিমেল হাওয়া। এসির আরেক পার্শ্ব-প্রতিক্রিয়া হল এস্যার মধ্যে টানা কাজ করতে করতে অনেকেই মাত্রাতিরিক্ত ক্লান্তি অনুভব করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন