পাহাড় ধসে হতাহতের ঘটনায় মোদির শোক
টানা বৃষ্টিতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।
রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের প্রাণহানির খবরের পর বুধবার টুইটার অ্যাকাউন্টে এ শোক ও সমবেদনা জানান মোদি।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে পাহাড় ধসে নিহতদের প্রতি আমার সমবেদনা। নিহতদের পরিবারের প্রতি রইলো আমার সহমর্মিতা ও আহতদের জন্য প্রার্থনা।’
‘ভারত সর্বদা বাংলাদেশের সঙ্গে আছে। প্রয়োজনে আমরা অনুসন্ধান ও উদ্ধার কাজে সাহায্য করতে প্রস্তুত।’
উল্লেখ্য, লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামসহ পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এ পর্যন্ত ১৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন