সাইনবোর্ডে এসি বাস খাদে, শিশুসহ নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একুশে পরিবহনের একটি এসি বাস খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এতে আরও ১৫-২০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মাইনুল ইসলাম পান্থ (৩০) ও পপি আক্তার (১০)।
শুক্রবার সকালে সাইনবোর্ড এলাকার পার্শ্ববর্তী সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই নূরজাহান আক্তার জানান, সকালে সায়দাবাদ থেকে নোয়াখালী যাওয়ার পথে সাদ্দাম মার্কেট এলাকায় গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন মারা যায়। এতে আরও ১৫-২০ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আহত যাত্রী ও দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
এদিকে এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন