নির্বাচন হলেই গণতন্ত্র হয় না : ড. কামাল
রাঙ্গামাটিতে পাহাড় ধসের তিন দিন পর উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তবে কোথাও মরদেহ থাকার তথ্য পেলে আবার অভিযান শুরুর কথা জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে অভিযান শেষ করার কথা জানান চট্টগ্রাম ডিভিশনের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম।
গত সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার ভোরে চট্টগ্রাম, বান্দরবান ও রাঙ্গামাটিতে পাহাড়ে ব্যাপক ধসের খবর পাওয়া যায়। তিন জেলা মিলে দেড়শও বেশি প্রাণহানির মধ্যে রাঙ্গামাটিতেই প্রাণ হারিয়েছে ১১০ জনের মত।
ধসে পড়া মাটির চাপায় আরও অনেকে নিখোঁজ আছে বলে ধারণা করা হচ্ছে। আর নিখোঁজদের সন্ধানে মঙ্গলবার সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
আর তারা অভিযান শুরুর পর থেকেই বাড়তে থাকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জসিম বলেন, ‘আমরা শেষ পর্যন্ত আর কোনো লাশ খুঁজে পাইনি।
তবে কেউ যদি দাবি করে আরও লাশ আছে সে প্রমাণের ভিত্তিতে আমরা আবার উদ্ধার অভিযান শুরু করব।’
তবে স্থানীয়রা কেউ এখন পর্যন্ত তাদের স্বজন নিখোঁজ থাকার কথা বলে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেনি।
উদ্ধার অভিযান শেষ হলেও রাঙ্গামাটির পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
তিন দিন আগে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সংযোগ চালু হলেও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ চালু হয়নি এখনও।
মূল সড়ক ধসে পড়ায় সেটি মেরামত বা নতুন করে সড়ক নির্মাণ করতে হবে। চট্টগ্রামের সঙ্গে কাপ্তাই পর্যন্ত সড়ক চালু আছে।
সেখান থেকে নৌপথে আসতে হচ্ছে রাঙ্গামাটিতে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন