‘নির্বাচনে অংশ না নিলে বিএনপির পরিণতি মুসলিমলীগের মতো হবে’
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করলে তাদের পরিণতি মুসলিমলীগের মতো হবে। বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার গুরুত্ব যে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বলে যে কথা বলা হচ্ছে এবিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে দেশে জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, ধ্বংসযজ্ঞের রাজনীতি শুরু করে। আসলেই তাই বিএনপি নির্বাচনে না আসলে পুনরায় দেশে ধ্বংসযজ্ঞের রাজনীতিই শুরু হবে। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালীর কবিরহাট ঊপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৫ কোটি টাকার অধিক ব্যয়ে ৫টি রাস্তা, ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাকৃতিক দূর্যোগে হাওর অঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।এদুর্যোগের ওপর মানুষের কোন হাত নেই। হাওর অঞ্চল হলো চালের উৎপাদনের বড় একটি এলাকা।সেখানে এখন কিছু নেই সব তলিয়ে গেছে। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শীঘ্রই চালের দাম স্বাভাবিক হয়ে যাবে। মন্ত্রী নোয়াখালীর খাল বিষয়ে বলেন,নোয়াখালীর দুঃখ নোয়াখালী খাল সংস্কারের কাজ শীঘ্রই সেনাবাহিনী শুরু করবে। ইতিমধ্যে সার্ভের কাজ শুরু হয়েছে। পরে তিনি নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী ৪ আসনের সংসদ একরামুল করিম চৌধুরীর বাসভবনে কবিরহাট উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমী, কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান সহ জেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন