মধ্য আকাশে জন্ম, আজীবন ফ্রি ভ্রমণের সুযোগ
মধ্য আকাশে বিমানের ফ্লাইটে সন্তান প্রসব করেছেন ভারতীয় এক নারী। এরপর ওই বিমান কর্তৃপক্ষ নবজাতককে আজীবন বিনা পয়সায় বিমান ভ্রমণের সুযোগ ঘোষণা করেছে। খবর এনডিটিভির।
ভারতীয় জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ৫৬৯ ফ্লাইটে রোববার সকালে কেরালার এক নারী সন্তান প্রসব করেন।
১৬২ আরোহী নিয়ে সৌদি আরব থেকে ফ্লাইটটি ভারত আসছিল। শনিবার দিনগত রাত দুইটা ৫৫ মিনিটে দাম্মাম থেকে কচির উদ্দেশে বিমানটি ছেড়ে যায়।
বিমানে ওই নারীর প্রসব বেদনা ওঠলে পাইলট জরুরি মেডিকেল কল করেন। এরপর ফ্লাইটটি কচি না গিয়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়।
সৌভাগ্যবশত এই ফ্লাইটেই মিনি উইলসন নামের এক নার্স কেরালা যাচ্ছিলেন। ক্রুদের সহায়তায় তিনি যখন ওই নারীর সন্তান ভুমিষ্ট করান, তখনো আরব সাগরে প্রায় ৩৫ হাজার ফুট ওপরে ছিল বিমানটি।
এরপর বিমানটি মুম্বাইয়ে অবতরণ করে। সেখান থেকে মা ও সন্তানকে হাসপাতালে নেওয়া হয়। উভয়ের অবস্থা স্থিতিশীল রয়েছে।
মুম্বাইয়ে প্রায় দেড় ঘণ্টা দেরি করে ফ্লাইটটি রওনা হয়ে দুপুর পৌনে একটার দিকে কচি পৌঁছে।
জেট এয়ারওয়েজে এটিই প্রথম কোনো সন্তান জন্মের ঘটনা। পরে উল্লসিত বিমান কর্তৃপক্ষ আজীবন বাচ্চাটির জন্য জেট এয়ারওয়েজে বিনা টাকায় ভ্রমণের সুযোগের ঘোষণা দেয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন