সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মাশরাফি
তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার চেয়ে ব্যক্তি মাশরাফির পরিচয় এরই মাঝে সবার কম বেশি জানা। এবার অন্য কারণে খবরের শিরোনাম এঁলেন নড়াইল এক্সপ্রেস। রাজধানিতে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করেছেন মাশরাফি।
সোমবার গুলশানস্থ ক্যাডেট কলেজ মিলনায়তনে শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘স্পৃহা’ থেকে এই শিশুরা মাশরাফির সঙ্গে দেখা করার সুযোগ পায়। এছাড়া ‘মিট উইথ মাশরাফি’ নামক একটি প্রতিযোগিতায় বিজয়ীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাঁদের অভিনন্দন জানিয়ে মাশরাফি বলেন, ‘ যারা বিজয়ী হয়েছেন তাঁদের অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অকুণ্ঠ সমর্থনই আমাকে সাহস জোগায় নতুন উদ্যেোমে এগিয়ে যেতে। কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের এই সমর্থনের জন্য।’
এদিন সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘আমাদের সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তির এগিয়ে আসা উচিৎ এসব সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে। যে যার জায়গা থেকে এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আমি আশা করব, এ বছরের মতো আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন