আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২০, আহত ৫০
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫০ জন।
স্থানীয় বৃহস্পতিবার ১২টায় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের ‘নিউ কাবুল ব্যাংকের’ সামনে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
আফগান সরকারের কর্মকর্তা ওমর জাওয়াক জানিয়েছেন নিহতদের মধ্যে সাধারণ মানুষ ছাড়াও সামরিক কর্মকর্তারাও রয়েছেন।
এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা জানিয়েছেন তিনি।
লস্কর গাহ শহর পুলিশের মুখপাত্র সালাম আফগান এএফপিকে বলেন, দুপুর ১২টার দিকে নিউ কাবুল ব্যাংকের প্রবেশমুখে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।
ওই সময় ব্যাংকটির বাইরে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাদের বেতন তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন