মানুষের হাতই তার ব্যক্তিত্বের পরিচয়!
হাত দিয়েই যায় মানুষ চেনা। জীবনের চড়াই উৎরাই সমস্ত কিছুর পিছনেই জড়িয়ে রয়েছে আমাদের এই দুই হাত। আপনার সব সময়ের সঙ্গী এই দুই হাত। কিন্তু এই হাতের বিষয়েও অনেক কিছু রয়েছে। যা অনেকেরই অজানা। এই হাতেই রয়েছে ২৭টি হাড়, ২৯টি জয়েন্ট এবং ১২৩টি লিগামেন্টস।
আপনার হাতের সাইজই দেবে আপনার ব্যক্তিত্বের পরিচয়। জেনে নিন কিভাবে সম্ভব-
১) আপনার বাম হাত এবং কনুই দিয়ে একটি ৪৫ ডিগ্রি কোণ করুন। এরপর আপনার ডান হাতটি নিয়ে সেই হাতের বুড়ো আঙ্গুলটি কনুইয়ের ভিতরে রাখুন। এরপর আপনার হাতটি উপরে তুলে কবজির দিকে প্রসারিত করুন। যদি সেটি সঠিক মত ঠিকঠিক জায়গায় যেতে পারে তবে, আপনার হাত লম্বা এবং যদি আপনি কবজি প্রসারিত করতে না পারেন সঠিক ভাবে তবে, আপনার হাত ছোট।
২) যদি আপনার হাত ছোট হয় তাহলে আপনি সহজেই যেকোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে আপনি অনেক সমস্যারও সম্মুখীন হন। কিন্তু সেই সমস্যার সমাধানও করতে পারেন আপনি খুব সহজেই।
৩) আপনার হাত যদি ছোট হয় তবে আপনার সম্পর্কটিও রয়েছে একটি নাটকীয় অবস্থায়।
৪) যদি আপনার হাত লম্বা হয়। তবে আপনি সব কাজেই নির্ভুলভাবে করেন।
৫) লম্বা হাত যাদের তারা খুবই সংবেদনশীল মানুষ হয়ে থাকেন।
৬) আপনার হাতের আকৃতি যদি আয়তকার হয় তবে আপনি খুবই সাহসী। নিজের সমস্যা নিজে মেটানোর স্পর্ধা রাখেন।
৭) আপনার হাতের আঙ্গুল যদি ছোট ছোট হয় তবে, আপনি প্রতিটি বিষয়েই খুব সহজে বিশ্বাস করেন।
সূত্র: কলকাতা২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন