ঈদে দীর্ঘ ছুটির ফাঁদে দেশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদে সরকারি ছুটির আগে দুই দিন সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটির দিন হওয়ায় মোট ছুটি পাঁচ দিনে দাঁড়িয়েছে। ঈদের ছুটি শেষে কেউ কেউ আরো দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তারা সব মিলিয়ে মোট ৯ দিনের ছুটি কাটাবেন।
সাধারণত ঈদের ছুটি তিন দিন। চাঁদ দেখা সাপেক্ষে ২৫ বা ২৬ জুন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এজন্য ২৬ জুন ঈদ ধরে ২৫, ২৬ ও ২৭ জুন ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার।
শুক্রবার সাপ্তাহিক ছুটি, একই সঙ্গে শবে কদরের ছুটি। আগামীকাল শনিবারও সাপ্তাহিক ছুটি। এরপরই শুরু ঈদের তিন দিন ছুটি। ২৮ ও ২৯ জুন সরকারি অফিস খোলা থাকছে।
কেউ কেউ এ দু’দিন ঐচ্ছিক ছুটি নিলেও প্রস্তাবিত বাজেট পাস ও অর্থবছরের শেষ দিন সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকবেন কর্মকর্তা-কর্মচারীরা।
ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে গত দুই ঈদে একদিন করে ছুটি বাড়িয়েছিলেন। এজন্য পরে সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত একদিন অফিস করতে হয়েছিল।
এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি ৮ দিন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন