পোষ্যদের বাঁচাতে গিয়ে কুমিরের কামড়ে হাত খোয়ালেন যুবক!
পোষ্য কুকুরদের বাঁচাতে গিয়ে কুমিরের কামড়ে হাত খোয়ালেন আইআইটির স্নাতক ভারতের বেঙ্গালুরুর এক তরুণ। সেই তরুণের কনুই থেকে বাঁ হাতের নিচের অংশ কুমিরের পেটে চলে যায়। এই অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এক দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর এখন তিনি বিপদমুক্ত।
রবিবার মুদিত দণ্ডওয়াতে রামনগরম জেলায় একটি মন্দিরে পূজা দিয়ে বন্ধুদের নিয়ে জঙ্গলে বেড়াতে বের হন সেই যুবক। সঙ্গে ছিল তার দু’টো পোষ্য কুকুর। গাড়ি দাঁড় করালে হঠাৎই কুকুরগুলো বার হয়ে লেকে চলে যায়। তাদের আনতে পিছনে পিছনে ছোটেন মুদিত। এরপর কুমিরের কবল থেকে কুকুরগুলোকে বাঁচাতে সমর্থ হলেও তার হাতে কামড় বসায় কুমির।
হাসপাতালের চিকিৎসক অজিত বেনেডিক্ট রায়ান বলেছেন, কুমির হাতের অংশ খেয়ে নেওয়ার ফলে তা আর জোড়া লাগানো যাবে না। বন্ধুদের মুদিত বলেন, কুকুরগুলোকে দ্রুত পানি থেকে তুলতে যাওয়ায় কোনও সতর্কতা দেখতে পাননি।
পুলিশ অবশ্য ছেড়ে কথা বলছে না। রামনগরম জেলার পুলিস সুপার বি রমেশ বলেছেন, বিনা অনুমতিতে জঙ্গলের সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য দণ্ডওয়াতের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন