তিস্তায় নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে তল্লাশি

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ বিজিবি সদস্য ল্যান্স নায়েক সুমন হাওলাদারকে উদ্ধারে বিজিবি ও বিএসএফয়ের সদস্যরা যৌথভাবে তল্লাশি করছে।

এদিকে উদ্ধার অভিযানে যোগ দিতে তিস্তায় হেলিকপ্টার পাঠানো হচ্ছে। ইতিমধ্যে ঢাকা থেকে বিজিবির একটি হেলিকপ্টার লালমনিরহাটের তিস্তা নদীর উদ্দেশে রওনা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

অন্যদিকে রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের আট সদস্যের ডুবুরী দল উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

নিখোঁজ ল্যান্স নায়েক সুমন হাওলাদার (বডি নম্বর-৭৬২৪১) লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে কর্মরত। তার বাড়ি হবিগঞ্জ জেলায়।

বিজিবি সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত মধ্য রাতে দহগ্রাম সীমান্তে তিস্তা নদী দিয়ে ভারতীয় গরু পাচারকারীরা গরু পাচার করছিল। এমন তথ্য জানতে পেরে দহগ্রাম বিজিবি ক্যাম্প থেকে বিওপি’র চার সদস্যের একটি টহল দল মুন্সিপাড়া সীমান্ত এলাকার তিস্তা নদীর পাড়ে যায়। এসময় নদীপথে গরুসহ পাচারকারীদের ধরতে গিয়ে ল্যান্স নায়েক সুমন নদীতে নিখোঁজ হন।

তাকে উদ্ধারে বিজিবি’র পাশাপাশি বিএসএফ’র সহায়তা চাওয়া হলে তারাও একটি স্পিডবোট দিয়ে তল্লাশি করছে।

ঘটনাস্থলে রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম আজাদ পুরো বিষয়টি মনিটরিং করছেন বলে জানা গেছে।