ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, সুন্দরী মডেল গ্রেফতার
অপহরণ ও ব্ল্যাকমেলিংয়ের ঘটনায় গ্রেফতার এক নজরকাড়া মডেল তথা টেলিভিশন সঞ্চালিকা। কলম্বিয়ার অপহরণ মোকাবিলায় বিশেষ পুলিশ বাহিনীও জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা পাউলিনা কারিনা দিয়াজ ও লা ব্রুজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। খবর এবিপির।
পুলিশের দাবি, নিজের রূপের টানে অপহৃতদের ফাঁদে ফেলেছিলেন ওই অভিনেত্রী। ২০১১-র ওই ব্ল্যাকমেলিং ও অপহরণের ঘটনার তদন্তে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
কলম্বিয়া পুলিশ সূত্রে খবর, ছয় বছর আগে ব্যবসায়ী হুগো লোপেজ মোনকায়ো এবং আইনজীবী মিল্টন কারো ভিল্লেমিলকে অপহরণের যোগ ছিল দিয়াজ ও তার সঙ্গীর। কালির একটি ক্লাব থেকে ওই দুই ব্যক্তিকে বের করে আনতে সাহায্য করেছিলেন দিয়াজ ও তার সঙ্গী।
এরপর অপহরণকারীরা প্রচুর অর্থ মুক্তিপণ হিসেবে দাবি করে। অপহৃতদের এখনও পর্যন্ত সন্ধান মেলেনি। পুলিশ সূত্রে খবর, রূপের ফাঁদ পেতে দিয়াজ ওই বারে একটি অনুষ্ঠান চলাকালে ওই দুজনকে প্রলুব্ধ করে একটি ঘরে নিয়ে যান। সেখানে তাদের আটকে ফেলা হয়।
উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই দুজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাদের ২৩ বছরের কারাদণ্ড হয়েছে। ৭ বছরের মডেল দিয়াজ মডেলিংয়ের পাশাপাশি একটি টেলিভিশন চ্যানেলের ক্রীড়া অনুষ্ঠানের সঞ্চালিকাও।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিজের জনপ্রিয়তা বাড়াতে বিনা পারিশ্রমিকে ওই অনুষ্ঠান সঞ্চালনা করতেন দিয়াজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন