উত্তরায় পাশাপাশি তিনটি ভবনে আগুন
রাজধানীর উত্তরার রাজলক্ষ্মীতে পাশাপাশি থাকা তিনটি ভবনে আগুন লেগেছে। সোমবার ভোর পাঁচটার দিকে ভবন তিনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী ভবনের বিপরীত দিকে রাস্তার পূর্বপাশে সি-শেল রোস্তারাঁ ভবন এবং তার পাশের দুটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুনে সি শেল রেস্তারাঁর ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া একটি ভবনে থাকা আইসিবি ইসলামী ব্যাংকেরও ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানান, আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কতো তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
আগুন নেভানোর সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ সড়ক বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে আটটার দিকে ওই সড়ক থেকে ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল সোয়া নয়টার দিকে ভবনগুলি থেকে আগুনের কুণ্ডুলি বের হতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের বেশ তৎপর দেখা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন