হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান শুরু ১২ জুলাই
পবিত্র হজ পালনের লক্ষ্যে চলতি বছর নিবন্ধিত হজ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম ১২ জুলাই শুরু হচ্ছে।
রাজধানীসহ সারাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসকরা প্রত্যেক হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করবেন।
এসময় প্রত্যেক হজযাত্রীকে দুই ধরনের (ম্যানেনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) টিকা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সনদ (হেলথ সার্টিফিকেট) প্রদান করা হবে। এছাড়া ১৬ জুলাই আশকোনা হজক্যাম্প মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র খোলা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজে যাওয়ার কথা রয়েছে। তাদের প্রত্যেককেই স্বাস্থ্য সনদ ও টিকা গ্রহণ করতে হবে।
আশকোনা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম সোমবার দুপুরে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদানের সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে গিয়ে হজ গমনেচ্ছুরা টিকা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা করিয়ে স্বাস্থ্য সনদ গ্রহণ করতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
জানা গেছে, ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীরা বিভিন্ন হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ক্যান্টনমেন্ট, ঢাকা, ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুগদা সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়িয়া ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে টিকা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা করা যাবে।
অন্যান্য জেলার হজযাত্রীরা বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সিভিল সার্জন কার্যালয়ে টিকা প্রদান ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। স্বাস্থ্য সনদটি বিমানবন্দরে প্রদর্শনের জন্য প্রত্যেক যাত্রীকে সংরক্ষণ করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন