ফরহাদ মজহার যশোর থেকে উদ্ধার
রাজধানী থেকে অপহৃত কবি, সাংবাদিক ফরহাদ মজহারকে যশোরের নওয়াপাড়া থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। তিনি যশোর থেকে বাসযোগে ঢাকায় ফিরছিলেন।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিযা উইং পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, মোবাইল ফোন ট্র্যাক করে খুলনা অঞ্চলে অবস্থান শনাক্ত হওয়ার পর অভিযানের মাধ্যমে সোমবার রাতে যশোরের নওয়াপাড়ায় বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়েছে। নওয়াপাড়া থেকে উদ্ধারের পর ফরহাদ মজহারকে র্যাব-৬ কার্যালয়ে নেয়া হচ্ছে।
যশোরের অভয়নগর থানার ওসি আনিসুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়ার বেঙ্গলগেট সংলগ্ন এলাকায় হানিফ পরিবহনের বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।
উদ্ধারের ব্যাপারে জানতে চাইলে ফরহাদ মজহারের পারিবারিক বন্ধু গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সমন্বয়ক ডা. জাফরুল্লাহ চৌধুরী সোমবার রাত ১১টা ৫০ মিনিটে জানান, এইমাত্র তার স্ত্রী ফরিদা আখতার উদ্ধার হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারের পর ফরহাদ মজহারের সাথে তার কথাও হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুল ইসলামও ফরহাদ মজহারকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন