ঘরের ছাগল বিক্রি করে শৌচাগার নির্মাণ, বৃদ্ধাকে ভারতের প্রধানমন্ত্রীর প্রনাম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছত্তিশগড়ের এক বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন! কিন্তু কেন?
ছত্তিশগড়ের ধামতারি জেলার এক প্রত্যন্ত গ্রামের শতবর্ষী বৃদ্ধা ছাগল বিক্রি করেছেন শৌচাগার তৈরির জন্য। এটি নিঃসন্দেহে উন্নত মানসিকতার পরিচয়। এ কারণে মোদি ওই বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, ‘ছত্তিশগড়ের ধামতারি জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কুঁয়র বাই দেশের প্রতিটি গ্রামীণ নারীদের কাছে এক বড় অনুপ্রেরণা।’
মোদি বলেন, ‘প্রত্যন্ত গ্রামে থাকা এই বৃদ্ধা টেলিভিশন দেখেন না বা সংবাদপত্র পড়েন না। কিন্তু তার কাছে কোনো না কোনোভাবে পরিচ্ছন্ন ভারতের ভাবনা পৌঁছে গেছে। তিনি তার ছাগল বিক্রি করে শৌচাগার নির্মাণ করেছেন, যা গ্রামের অন্যদের একই কাজে উদ্বুদ্ধ করেছে।’
উল্লেখ্য, বিবিসির করা ২০১৩ সালের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় সোয়াশো কোটি মানুষের দেশ ভারতে অর্ধেকের বেশি মানুষ শৌচাগার ব্যবহার করে না-তাদের মূত্র বা মলত্যাগের মতো কাজগুলো সারতে হয় খোলা আকাশের নিচেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন